কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ বসন্ত মেলা উদযাপন
বুধবার সারাদিন ব্যাপী এই মেলায় অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়টির সকল বিভাগের শিক্ষার্থী, ফ্যাকাল্টি ও স্টাফগণ।
মেলায় শিক্ষার্থীরা নিজেদের পছন্দের সব স্টল দেন। মোট ১০টি স্টলে বাহারি রকমের পণ্য নিয়ে হাজির হয় শিক্ষার্থীরা। প্রতিটি স্টলই ছিল পরস্পর থেকে ব্যতিক্রম।
সেভি সিস্টার নামে থ্রীপিস-টুপিস জামা ও অর্নামেন্টস নিয়ে দোকান খোলেন মিডিয়া কমিউনিকেশন এন্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী মনিকা। ’ফুড ইন ল’ নামে রেস্টুরেন্ট দেন স্বস্তি রহমান, যেখানে চৌমিন, বার্গার, ফিশ কাটলেট সহ মুখরোচক অনেক খাবার কিনতে পাওয়া যায়।
এছাড়া ফুলের দোকান ’মারিয়া’স ফ্লাওয়ার’, রবিউলের ‘ফোচকা বার’, নিজের তৈরী কেক দিয়ে ফারহানার সাজানো স্টল ’ক্রেমো কেক’, বাহারি মেহেদি ডিজাইনের উপর এলমার ’হেন্না স্টল’, কাপড়ে নিজের নকশা এবং কাস্টমাইজড ডিজাইন নিয়ে মারিয়ার ’হেনডি হেমস’ আকর্ষণ করেছে সকলকে।
ব্যবসা সফল স্পন্দনের পিঠা ও অর্নামেন্টস এর দোকানটি ছিল অনেক জনপ্রিয়। ‘ঐদিকে কি, এই দিকে আসেন’ নামের কারণে দোকানটি সকলকে আকর্ষণীয় করে তুলে। এছাড়া বইয়ের দোকান ‘তুমি, আমি আর ফাগুন হাওয়া’ এবং মেহেদি হাসানের ব্রেক স্টেশন ছিল উল্লেখ করার মত।
মেলার উদ্বোধন করে মাননীয় প্রো- ভাইস চ্যান্সেলর এবং ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. গিয়াস ইউ আহসান। পরে তিনি ফ্যাকাল্টি সদস্যদের নিয়ে শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করেন, স্টলের খাবার টেস্ট করেন এবং শিক্ষার্থীদের এমন আয়োজনকে ভূয়সী প্রশংসা করেন।
ভ্যালেন্টাইন’স ডে ও সরস্বতী পূজা বসন্ত উৎসবের এই মেলাকে আরো উৎসবমুখর ও প্রাণবন্ত করে তুলে। শিক্ষার্থীদের নাচ গানের মনোমুগ্ধকর অসাধারণ পারফম্যান্সে দিয়ে মেলার সমাপ্তি ঘটে।