কানাডিয়ান ইউনিভার্সিটিতে ২৭তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২৭তম সিন্ডিকেট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জহিরুল হক।
সভায় উপস্থিত ছিলেন:
বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় ভাইস চেয়ারম্যান চৌধুরী জাফরউল্লাহ শারাফাত
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মাহবুবুল হক পাটোয়ারী
ইউজিসি মনোনীত সিন্ডিকেট সদস্য মেজর জেনারেল আবুল কালাম মোঃ হুমায়ুন কবির (অব.)
বুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক প্রফেসর ড. তানভীর আহমেদ
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এ. এস. এম. সিরাজুল হক
সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ
সিন্ডিকেট সদস্য সচিব জনাব এ. এস. এম. জি. ফারুক
সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, ভর্তি এবং প্রশাসনিক বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।
আলোচনায় জনাব মাহবুবুল হক পাটোয়ারী উল্লেখ করেন যে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও যথাযথ হওয়া অত্যন্ত জরুরি, এবং এ ক্ষেত্রে মেধাবী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ করেন।
অন্যদিকে, মেজর জেনারেল (অব.) হুমায়ুন কবির বর্তমান তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য সমস্যাকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট ও মেন্টাল হেলথ বিষয়ে নতুন প্রোগ্রাম চালুর প্রস্তাব করেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবার জন্য একটি বিশেষায়িত সেল গঠন করার সুপারিশ করেন, যেখানে একজন সার্বক্ষণিক বিশেষজ্ঞ থেকে শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করবেন।
সভায় উপস্থিত সকল সদস্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা করে