আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫: ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক অনন্য আয়োজন!
CUB ডিবেট ক্লাব ও CUB Law Cultural Club এর যৌথ আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন। ভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে শিক্ষার্থীরা অংশ নিয়েছিলো কুইজ প্রতিযোগিতা, প্রীতি বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে। কুইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় গত ২৩শে ফেব্রুয়ারি, রবিবার, যেখানে শিক্ষার্থীরা বাংলা ভাষার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে তাদের জ্ঞান প্রদর্শন করেছে। ২৫শে ফেব্রুয়ারি আয়োজিত হয় প্রীতি বিতর্ক, যার বিষয় ছিল "উচ্চশিক্ষায় বাংলা ভাষার ব্যবহার", যেখানে বিতার্কিকরা তাদের যুক্তি-তর্ক উপস্থাপন করেন। পাশাপাশি, সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি এবং দেশাত্ববোধক গানের পরিবেশনা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজন করা হয় পুরষ্কার বিতরনী পর্ব, যেখানে কুইজের শীর্ষ ৫জন বিজয়ী এবং সেরা বিতার্কিককে পুরষ্কৃত করা হয়।
পাশাপাশি, CUB ডিবেট ক্লাবের নতুন প্যানেলও ঘোষণা করা হয়, যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তাদের শিক্ষক উপদেষ্টা নাজিফা মুনিয়ার কাদের। এছাড়াও গতবারের অন্ত-বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী দল, রানার-আপ দল এবং অংশগ্রহণকারীদেরও সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়।