সিইউবিতে ফল সেমিস্টার - ২০২৩ এর ভর্তি মেলা শুরু
শিক্ষার্থীরা ৪,০০০ টাকায় ভর্তি হতে পারবেন, মেলা চলবে ০৬ অক্টোবর পর্যন্ত
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)-এর ভর্তি মেলা ফল সেমিস্টার ২০২৩ শুরু হয়েছে। ২৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় মেলার শুভ উদ্বোধন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ডঃ এইচ এম জহিরুল হক।
এই ভর্তি মেলায় এইচএসসি ও এ লেভেলের শিক্ষার্থী-র জন্য ভর্তি ফি ৪,০০০ টাকা, ডিপ্লোমাধারীদের জন্য ভর্তি ফি ৩,০০০ টাকা এবং এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ ও মাস্টার্স ইন মেরিটাইম ট্রান্সপোর্টেশন ও লজিস্টিকস এর জন্য ভর্তি ফি ৬,০০০ টাকা।
উল্লেখ্য, ১২ দিনের এ মেলা চলবে প্রগতি সরণিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবনে। এ সময় বিশেষ ছাড়ে ভর্তি হতে পারবে ছাত্ররা। মেলায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সকল প্রোগ্রামে পাচ্ছেন কমপক্ষে ৪০% ছাড় টিউশন ফিতে। এই মেলায় গ্রুপ এডমিশনে তিন বা ততোধিক ছাত্র/ছাত্রী একসাথে ভর্তি হলে তারা "গ্রুপ ওয়েভার" হিসেবে টিউশন ফিতে আরও ৫ শতাংশ ছাড় পাবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে টিউশন ফির ওপরে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি থাকছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাঁদের ৪র্থ বিষয় ছাড়া পৃথকভাবে জিপিএ–৫ রয়েছে, তারা টিউশন ফিতে শতভাগ ছাড় পাবে।
বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক পর্যায়ে রয়েছে বিবিএ, ইইই, সিএসই, ইংরেজি, এলএলবি, মিডিয়া কমিউনিকেশন এ্যান্ড জার্নালিজম এবং শিপিং এ্যান্ড মেরিটাইম সায়েন্স। স্নাতকোত্তর পর্যায়ে রয়েছে মেরিটাইম ট্রান্সপোর্টেশন ও লজিস্টিকস, এমবিএ এবং এক্সিকিউটিভ এমবিএ। এছাড়া প্রথমবারের মত এমবিএ ডিগ্রি প্রত্যাশীদের জন্য রয়েছে বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড ডাটা এনালিটিক্স প্রোগ্রামে মেজর করার সুযোগ। রয়েছে ডিজিটাল মার্কেটিং-এ মেজর নিয়ে এমবিএ করার সুযোগ।
ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cub.edu.bd) পাওয়া যাবে। বিস্তারিত তথ্যের জন্য ফোন করা যাবে ০১৭০-৭০৭০২৮০, ০১৭০-৭০৭০২৮১, ০১৭০-৭০৭০২৮৪ নম্বরে। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ক্যাম্পাসের ঠিকানা: প্লট-খ, ২০১/১, প্রগতি সরণী, ঢাকা-১২১২, বাংলাদেশ।
অনলাইনে আবেদন করতে ক্লিক করুনঃ https://www.cub.edu.bd/apply.php
Workshop on Electrical System Design by AutoCAD and Sketch Up.
November 8, 2024
View More